২০২৬ সালের সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ রোববার, ২৮ ডিসেম্বর, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক-১ শাখা থেকে এ সংক্রান্ত ছুটির তালিকা প্রকাশ করা হয়।
প্রকাশিত তালিকা অনুযায়ী, ২০২৬ সালে মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ছুটি থাকবে ৬৪ দিন। এর মধ্যে সবচেয়ে দীর্ঘ ছুটি নির্ধারিত হয়েছে ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত, যা টানা ১৯ দিনের।
এই দীর্ঘ ছুটি মূলত রমজান মাস, পবিত্র ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে নির্ধারণ করা হয়েছে। ফলে এ সময় শিক্ষার্থীরা একটানা বিশ্রাম ও পারিবারিক সময় কাটানোর সুযোগ পাবে।
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, শিক্ষাবর্ষের পাঠদান ও পরীক্ষার সূচি বিবেচনায় রেখে ছুটির তালিকা প্রণয়ন করা হয়েছে, যাতে শিক্ষার্থীদের শিক্ষাজীবনে ছন্দ বজায় থাকে এবং ধর্মীয় ও জাতীয় দিবস যথাযথভাবে পালনের সুযোগ নিশ্চিত হয়।
ছুটির বিস্তারিত তালিকা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হবে বলে জানানো হয়েছে।
এসএইচ