ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ মঙ্গলবার বিকেলে বৈঠকে বসছে নির্বাচন কমিশন। দেশের নিবন্ধিত মোট ৬৩টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে।
বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে মূলত পোস্টাল ভোট বিডি অ্যাপের কার্যক্রম এবং এ–সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে।
এই সভায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনসহ নির্বাচন কমিশনাররা, ইসি সচিব এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের আগে আজ বিকাল ৩টায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বাংলাদেশে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত নিকোলাস উইকস।
নির্বাচন কমিশন জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পারস্পরিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে এ সময় আলোচনা হবে।
এদিকে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে আজ সকাল থেকেই মনোনয়নপত্র প্রত্যাহারের কার্যক্রম চলছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আজ বিকাল ৫টার পর মোট কতটি মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এসএইচ