হলি আর্টিজান মালিকপক্ষের কাছে হস্তান্তর

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৩, ২০১৬, ০৯:০৫ পিএম

ঢাকা : জঙ্গি হামলার প্রায় সাড়ে চার মাস পর রোববার (১৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরা মালিকপক্ষের কাছে হস্তান্তর করেছে পুলিশ। আদালতের নির্দেশনার পর পুলিশ মালিকপক্ষকে ভবনটি বুঝিয়ে দেয়।

পুলিশ সূত্র জানায়, গত ১ জুলাই জঙ্গি হামলার পর থেকে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাটি পুলিশের কড়া পাহারায় ছিল। এত দিন সেখানে সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল।  বিকেলে ভবনটি মালিকপক্ষের কাছে হস্তান্তর করায় সেখান থেকে পুলিশি পাহারা সরিয়ে নেয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, মালিকপক্ষ হলি আর্টিজান ভবনটি ফেরত পেতে আদালতে আবেদন করেছিলেন। আদালত অনুমতি দেয়ায় বিকেলে ভবনটি মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়। তবে তদন্তের প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং পরিদর্শনের জন্য পুলিশের অনুমতি নিয়ে বিদেশি নাগরিকেরা সেখানে প্রবেশ করতে পারবেন।

হলি আর্টিজানের অন্যতম মালিক সাদাত মেহেদী বলেন, বিকেল ৫টার দিকে পুলিশ ভবনটি আমাদের কাছে হস্তান্তর করে।

উল্লেখ্য, গত ১ জুলাই রাতে রাজধানীর গুলশানের হলি আর্টিজানে হামলা চালায় জঙ্গিরা। তারা অস্ত্রের মুখে দেশি-বিদেশি অতিথিদের জিম্মি করে। সেখানে অভিযান চালাতে গিয়ে ঘটনার দিন রাতে জঙ্গিদের গুলিতে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা। পরদিন সকালে সেনা কমান্ডোরা সাঁজোয়া যান নিয়ে অভিযান চালালে পাঁচ জঙ্গিসহ ছয়জন নিহত হন। পরে পুলিশ ১৮ বিদেশিসহ ২০ জনের মরদেহ উদ্ধার করে। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একজন রেস্তোরাঁকর্মী।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম