বিমানবন্দরে ১৮৭ কার্টন নিষিদ্ধ সিগারেট জব্দ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৮, ২০১৬, ০৬:৫২ পিএম

ঢাকা : রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ ১৮৭ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। শুক্রবার (১৮ নভেম্বর) সকালে সিগারেটগুলো জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা বিভাগ জানায়, আমজাদ আলী নামে এক যাত্রী দুবাই থেকে মুম্বাই হয়ে জেট এয়ারওয়েজের ফ্লাইট নং 9W276 এর মাধ্যমে সকাল সাড়ে ১১ টায় ঢাকায় অবতরণ করেন। গোপন সংবাদ থাকায় শুল্ক গোয়েন্দারা ওই যাত্রীকে নজরদারিতে রাখেন এবং ব্যাগেজ বেল্ট নম্বর ২ থেকে ব্যাগেজ সংগ্রহ করার পর যাত্রীকে কাস্টমস হলে নিয়ে যান। পরে তার ব্যাগে তল্লাশি চালিয়ে আমদানি নিষিদ্ধ সিগারেটগুলো জব্দ করা হয়। এসব সিগারেট ৩ টি লাগেজে লুকায়িত ছিল।

জব্দ করা সিগারেট সুইজারল্যান্ডের ডানহিল ও কোরিয়ার ইজি ব্র্যান্ডের। পণ্যের শুল্ক করসহ আটক পণ্যের মূল্য প্রায় ১১.৫ লাখ টাকা। আটক পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানায় শুল্ক গোয়েন্দা বিভাগ।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম