রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার দূতাবাস ঘেরাওয়ের হুশিয়ারী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৬, ২০১৬, ০৭:১১ পিএম

ঢাকা: মিয়ানমারে মুসলিম রোহিঙ্গাদেরকে হত্যা যুলুম নির্যাতনের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সুপ্রিমকোর্টের আইনজীবীরা। মানবিক বিবেচনায় বাংলাদেশের সীমান্ত অল্প সময়ের জন্য খুলে দিতে আহ্বান জানান তারা।

শনিবার (২৬ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ন্যাশনাল ল ইয়ার্স কাউন্সিলের উদ্দ্যোগে এ কর্মসূচি পালন করেন আইনজীবীরা। সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও সুপ্রিমকোর্টের আইনজীবী এসএম জুলফিকার আলী জুনু এতে সভাপতিত্ব করেন। এ সময় দুইশতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ না হলে বাংলাদেশে অবস্থিত মিয়ানমার দূতাবাস ঘেরাওয়ের হুশিয়ারী ও রোহিঙ্গাদের জন্য ত্রাণ সরবরাহসহ তাদের পাশে সবাইকে সহায়তা করতে আহ্বান জানান আইনজীবীরা।

এ কর্মসূচির সয্গে একাত্ত্বতা প্রকাশ করেন জাতীয়তাবাদী যুব আইনজীবী সমিতির কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ফারুক হোসেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন