যানজট কমাতে আসছে সার্কুলার ট্রেন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০১৬, ০১:০৪ পিএম

রেলমন্ত্রী মুজিবুল হক জানিয়েছেন, রাজধানীর যানজট কমাতে শীঘ্রই সার্কুলার ট্রেন চালু করা হবে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে কমলাপুর রেলস্টেশনে ঢাকা-দিনাজপুর রুটে একতা ও দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে নতুন কোচ সংযোজন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

ফিতা কেটে ও পতাকা উড়িয়ে নতুন কোচগুলোর উদ্বোধন করেন মন্ত্রী। এসময় যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি। নতুন সংযোগ হওয়া ১২টি কোচে মোট আসন সংখ্যা সাড়ে আট'শ।

এর আগে আলোচনা সভায় মন্ত্রী বলেন, বর্তমান সরকার রেলের উন্নয়নে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে ৪৪ টি প্রকল্পের কাজ করছে। এর মধ্যে এডিপির সহায়তায় নতুন ইঞ্জিন ও বগি কেনার মতো প্রকল্প আছে।

যার ফলে চলমান রুটগুলোতে আরো বেশি যাত্রী পরিবহন করা যাবে। সাথে সাথে যাত্রী সেবার মান উন্নয়নের কাজ চলছে বলে জানান মন্ত্রী।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ