আবারও প্রাথমিক সমাপনী পরীক্ষার ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০১৬, ১২:৩৭ পিএম

শিশুদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা কেন নেওয়া হচ্ছে এই ব্যাপারে আবারও ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৩১ ডিসেম্বর) নতুন বছরের বই উৎসবের উদ্বোধন শেষে যুক্তি উপস্থাপন করে বলেন, ‘স্কুলে ক্লাস ফাইভে আগে কিছু ছেলেমেয়ে বাছা হতো। তাদেরকে প্রস্তুত করা হতো বৃত্তি পরীক্ষা দিতে। আমিও ছাত্রী ছিলাম, আমারও অভিজ্ঞতা আছে। বৃত্তির জন্য বাছার পর তাদেরকে আলাদাভাবে পড়ানো হতো, আলাদা টিফিন খাওয়ানো হতো। সাধারণ ছাত্রছাত্রীদের জন্য এর ব্যবস্থা ছিল না। এই জায়গাটায় আমার প্রশ্ন ছিল। যাদেরকে বাছলেন না তাদের মধ্যেও তো মেধাবী থাকতে পারে। কাজেই পরীক্ষা যদি দিতেই হয়, তাহলে সবাই পরীক্ষা দেবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বিষয়টি নিয়ে শিক্ষক, অভিভাবকদের মধ্যে যদি কোনো দ্বিধা থাকে, আমি আশা করবো, আমার এই বক্তব্যের পরে সেটা পরিষ্কার হবে।’ তিনি আরও বলেন, ক্লাস ফাইভে পড়ার পর বাচ্চা যখন একটা সার্টিফিকেট পায়, তখন তার মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হয়।

প্রধানমন্ত্রী বলেন, ছোটবেলা থেকেই বোর্ড পরীক্ষা দিলে পরীক্ষা দেয়ার ভীতিটাও কেটে যায়। তিনি বলেন, ‘আমরা জানি, আমরা মেট্রিক পরীক্ষা দিয়েছি। প্রথম পরীক্ষা দিতে গেলে একটা ভয়ভীতি পেটের মধ্যে গুড়গুড় করে, বমি বমি লাগে, নানা রকমের উপসর্গ দেখা দেয়। কিন্তু ক্লাস ফাইভ থেকেই যখন একটি ‍শিশু পরীক্ষা দিচ্ছে, এরপর ক্লাস এইটে পরীক্ষা দিচ্ছে, তখন কিন্তু আর ভয়টা থাকে না। ...এ জন্যই পাসের হার বাড়ছে।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) প্রাথমিক সমাপনী ও অষ্টম শ্রেণি সমাপনী পরীক্ষার ফলাফল ঘোষণার পর প্রধানমন্ত্রী এ বিষয়ে একবার ব্যাখ্যা দিয়েছিলেন। দুই দিন পর তিনি আবারও একই বিষয়ে কথা বললেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ