ডিসিসি মার্কেটের আগুন ‘দুর্ঘটনা’: আনিসুল

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৩, ২০১৭, ১১:০০ এএম

রাজধানীর গুলশান-১ এর ডিএনসিসি (ডিসিসি) মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাকে নাশকতা বলে অভিযোগ তুলেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তবে এটাকে নিছক দুর্ঘটনা হিসেবেই দেখছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল আটটার কিছু পর ঘটনাস্থল পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের মেয়র এমনটাই জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র আনিসুল বলেন, আমাদের কাছে নাশকতার কোনো তথ্য নেই। প্রাথমকিভাবে মনে হয়েছে এটি নিছক দুর্ঘটনা। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখবে।

সোমবার রাত আড়াইটায় আগুন লাগার পরেও এখনো তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। আগুনে মার্কেটের কয়েকশ' দোকান পুড়ে গেছে। এছাড়া এই ঘটনায় দ্বিতল ভবনের একাংশ ধসে পড়েছে। ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট আগুন নেভানোর জন্য কাজ করে যাচ্ছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ধোঁয়ার কুণ্ডলি উড়তে দেখা গেছে। তবে কীভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। 

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ