সাবেক প্রধান বিচারপতি এমএম রুহুল মারা গেছেন

  • সোনালীনিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০১৭, ১০:০৬ এএম

ঢাকা: দেশের ১৬তম প্রধান বিচারপতি এমএম রুহুল আমিন সকালে মারা গেছেন। মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৫ বছর। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী পরাগ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

রুহুল আমিন ১৯৪২ সালের ২৩ ডিসেম্বর লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০৮ সালের ১ জুন প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে ২০০৯ সালের ২২ ডিসেম্বর পর্যন্ত এ পদে ছিলেন। ২০০৯ সালের ২২ ডিসেম্বর তার বয়স ৬৭ বছর পূর্ণ হওয়ায় তিনি অবসরে যান।

তিনি জানান, বিচারপতি এম এম রুহুল আমিনের দুইজন ছেলে ব্যোরিস্টার রয়েছেন। তিনি দীর্ঘ দিন ধরে  বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ