বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতি ভবন সংরক্ষণে রুল

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০১৭, ০৩:২৯ পিএম

ঢাকা: ১৯৮১ সালে ঝিনাইদহে স্থাপিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতি ভবন কেন যথাযথভাবে সংরক্ষণ ও সংস্কার করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আগামী চার সপ্তাহের মধ্যে গৃহায়ণ সচিবসহ সংশ্লিষ্ট ছয়জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইমতিয়াজ আহমেদ।

গত ১৯ জানুয়ারি একটি ইংরেজি দৈনিকে ভবনটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি নজরে নিয়ে আদালত এই রুল জারি করেন।

সোনালীনিউজ ডটকম/ঢাকা/এআই