আজ থেকে ছয় দিন মাংস বিক্রি বন্ধ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০১৭, ০৭:৪১ পিএম

ঢাকা: ছয় দিনের জন্য ধর্মঘট ডেকেছে বাংলাদেশ মাংস বিক্রেতা সমিতি। এই ছয় দিন তারা মাংস বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে। চার দফা আগামীকাল সোমবার থেকে শনিবার পর্যন্ত এই ধর্মঘট চলবে।

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ ঘোষণা দেন সমিতির নেতারা। 

সমিতির মহাসচিব রবিউল আলম বলেন, মাংস বিক্রেতাদের কাছ থেকে ইজারাদারদের অতিরিক্ত টাকা আদায় বন্ধ, গরু আনার সময় পথে পথে চাঁদাবাজি বন্ধ করাসহ চার দফা দাবিতে তারা এ ধর্মঘট ডেকেছেন। 

সোনালীনিউজ ডটকম/ঢাকা/এআই