২৫ মার্চ গণহত্যা দিবস, মন্ত্রিসভার ঘোষণা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২০, ২০১৭, ০৪:২৪ পিএম

ঢাকা: ২৫ মার্চকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে গণহত্যা দিবস ঘোষণা করেছে মন্ত্রিসভা। সোমবার (২০ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

জাতীয় সংসদের স্বীকৃতির পর একাত্তরের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর হত্যাযজ্ঞের দিনটিকে ‘গণহত্যা দিবস’ ঘোষণার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সচিবালয়ে বেলা ১১টায় শুরু হওয়া সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এ প্রস্তাব উত্থাপন করে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান, ২৫ মার্চকে গণহত্যা দিবস ঘোষণা এবং জাতীয় ও আন্তর্জাতিকভাবে পালনের লক্ষ্যে দিবসটিকে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারীকৃত পরিপত্রের ‘ক’ ক্রমিকে অন্তর্ভুক্তকরণের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ‘ক’ শ্রেণিভুক্ত দিবসের আর্থিক খরচ সর্বোচ্চ ও উচ্চ শ্রেণির হয়ে থাকে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এটি নিয়ে কাজ করছে। জাতিসংঘেরও এ সংক্রান্ত একটি সংস্থা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ওই সংস্থার সঙ্গে পরামর্শক্রমে আন্তর্জাতিকভাবে দিবসটি পালনের উদ্যোগ নেবে।


সোনালীনিউজ/ঢাকা/আকন