প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন মঙ্গলবার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১০, ২০১৭, ১০:৪৫ পিএম

ঢাকা: ঘটনাবহুল চার দিনের ভারত সফর নিয়ে মঙ্গলবার (১১ এপ্রিল) সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সোমবার প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন মঙ্গলবারের (১১ এপ্রিল) সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেছেন।

দিল্লির পালামে বিমান বাহিনীর ঘাঁটি থেকে সোমবার (১০ এপ্রিল) ঢাকার উদ্দেশ্যে রওনা হন শেখ হাসিনা। সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ঢাকায় অবতরণ করে তাকে বহনকারী বিমানটি।

বিমানবন্দরে সরকারের জ্যেষ্ঠ মন্ত্রীরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। এরপর গণভবনে পৌঁছালে সেখানেও আগে থেকে উপস্থিত দলের কেন্দ্রীয় নেতারা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। গত ৭ এপ্রিল প্রধানমন্ত্রী ভারত সফরে যান।

সফরে তিস্তা চুক্তি না হলেও বাংলাদেশ ও ভারতের বর্তমান সরকারের সময়েই তা বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন নরেন্দ্র মোদী।

এই সফরে শুরুতেই চমক দেখান নরেন্দ্র মোদী; প্রটোকল ভেঙে শেখ হাসিনাকে স্বাগত জানাতে পালাম বিমান ঘাঁটিতে উপস্থিত হন মোদী।  নয়া দিল্লির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক বাংলাদেশ ও ভারতের জাতীয় পতাকা দিয়ে সাজানো হয়। রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেইট পর্যন্ত রাস্তার দুদিকও সাজানো হয়।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম