ন্যাম ভবন ছাড়তে হবে ৩০ সংসদ সদস্যকে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৩, ২০১৭, ০৬:৩৫ পিএম

ঢাকা: এক মন্ত্রীসহ ৩০ জন সংসদ সদস্যকে সরকারি ফ্ল্যাট ছেড়ে দিতে নোটিশ দিয়েছে জাতীয় সংসদের সংসদ কমিটি। কারণ ফ্ল্যাট বরাদ্দ নিয়েও সংসদ সদস্য ভবনে তারা থাকেন না। এর মধ্যে বেশিরভাগ সংসদ সদস্য ফ্ল্যাটে না থাকার বিষয়টি কৌশলে এড়িয়ে গেছেন। তবে নোটিশ পেয়ে চারজন সদস্য ফ্ল্যাট ছেড়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

বুধবার (৩ মে) সংসদ ভবনে সংসদ কমিটির সভাপতি হুইপ আ স ম ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। সংসদীয় কমিটির কার্যপত্র বলা হয়েছে- মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়ার সংসদ সদস্য ভবনে বরাদ্দ ফ্ল্যাট নিয়ে অনেক সদস্য থাকেন না। তাদের বাসা ছেড়ে দিতে গত বছরের ২৬ জুলাই চিঠি দেয়া হয়। পরবর্তিতে গত ২৩ এপ্রিল আরো একটি চিঠি দেয়া হয়।

কমিটির সভাপতি চিফ হুইপ আসম ফিরোজ গণমাধ্যমকে জানান, ফ্ল্যাট বরাদ্দ নিয়েও থাকেন না এমন ৩০ জনকে চিঠি দেয়া হয়েছে। এরমধ্যে কেউ কেউ জবাবে লিখেছেন, তারা থাকেন। কেউ লিখেছেন, পরিবার থাকে। আবার কেউ লিখেছেন, মাঝে মাঝে এসে থাকেন। অনেকে সত্য কথা গোপন করেছেন। তিনি নিজেও জানেন অন্যায় করছেন। দরকার পড়লে বিষয়টি খতিয়ে দেখার জন্য কমিটি ওইসব ফ্ল্যাট পরিদর্শনে যাবে বলেও জানান চিফ হুইপ।

বৈঠকে কমিটির সদস্য বিরোধীদলীয় প্রধান হুইপ মো. তাজুল ইসলাম চৌধুরী, আব্দুস শহীদ, নূর-ই-আলম চৌধুরী, হুইপ মাহাবুব আরা বেগম গিনি, পঞ্চানন বিশ্বাস এবং খালিদ মাহমুদ চৌধুরী অংশ নেন।

সোনালীনিউজ/ঢাকা/জেএ