১০ নম্বর নামিয়ে ৩ নম্বর সর্তকতা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৩০, ২০১৭, ০২:৪২ পিএম

ঢাকা: বঙ্গোপসাগর হতে সৃষ্ট ঘূর্ণিঝড় মোরা মঙ্গলবার (৩০ মে) ভোরে বাংলাদেশের উপকূলে প্রবলভাবে আঘাত হানলেও ক্রমশই তা দুর্বল হয়ে পড়েছে। উপকূলিয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার ও ভোলায় এর প্রভাবে বেশ ক্ষতিও হয়েছে। তবে এখন সেখানকার অবস্থা স্বাভাবিক বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

দুপুর আড়াইটার আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বুলেটিনে বলা হয়,  আজ সকাল ০৬ টা থেকে দুপুর ১২ টার মধ্যে কুতুবদিয়ার নিকট দিয়ে কক্সবাজার - চট্রগ্রাম উপকূল অতিক্রম করে মোরা দুর্বল হয়ে পড়েছে। এটি বর্তমানে স্থল গভীর নিম্নচাপ আকারে রাঙ্গামাটি ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। স্থল গভীর নিম্নচাপটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়তে পারে। তাই দেশের সকল সমুদ্রবন্দর গুলোকে ১০ এবং ৮ নম্বর মহা বিপদ ও বিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এআই