দেশে ভোট না হওয়াই ভালো

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৮, ২০১৭, ০৬:৩৮ পিএম

ঢাকা: সংরক্ষিত নারী আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য খোরশেদারা হক বলেছেন, দেশে ভোট হলে মানুষের জান মালের ক্ষতি হয়, সংঘাত বাড়ে তাই দেশে ভোট না হওয়াই ভালো। আমি চাই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো ১০ বছর ক্ষমতায় থাকুক।

বৃহস্পতিবার (৮ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাস্তাঘাট ঠিক করে দেশটাকে সুন্দর করে সাজাইছে দাবি করে খোরশেদারা বলেন, টেলিভিশনের টকশোতে প্রতিদিন প্রধানমন্ত্রীর নিন্দা করা হয়। এরা নতুন, এদেরকে আগে দেখা যায়নি। এরা খালেদা জিয়ার নিয়োগ দেয়া লোক। এই টকশো-ফকশো বন্ধ করুন। মধ্যরাতের টেলিভিশন টকশো বন্ধ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান এ সাংসদ সদস্য।

বাজেটের সমালোচনা করে তিনি বলেন, গরীব মানুষ ব্যাংকে টাকা সঞ্চয় করে। এই টাকা থেকে কেটে নিলে গরীবের ক্ষতি হবে। অর্থমন্ত্রীর এ বিশাল বাজেট গরিবের কোনো উপকারে আসবে না।

সোনালীনিউজ/ঢাকা/জেএ