আদিলুর রহমানকে ফেরত পাঠাল মালয়েশিয়া

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২১, ২০১৭, ০৪:০০ পিএম

ঢাকা: মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি না দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান শুভ্রকে। বৃহস্পতিবার (২০ জুলাই) রাত সাড়ে ১০টায় তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বলে অধিকারের পরিচালক নাসির উদ্দিন এলান জানিয়েছেন।

বৃহস্পতিবার ভোরে কুয়ালালামপুর পৌঁছান আদিলুর। সেখানে মৃত্যুদণ্ডের বিধান রদের দাবিতে অ্যান্টি ডেথ পেনাল্টি এশিয়া নেটওয়ার্কের (এডিপিএন) আয়োজনে এক সম্মেলনে যোগ দেয়ার কথা ছিল তাঁর। কিন্তু বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ এই আইনজীবীকে আটক ইমিগ্রেশনের হাজতখানা নিয়ে যায়।

এলান জানান, ইমিগ্রেশন পুলিশ বিমানবন্দর থেকে বের হতে না দেয়ায় আদিলুর রহমান খান শুভ্র সম্মেলনে যোগ না দিয়ে দেশে ফিরেছেন।

২০১৩ সালের ৫ মে রাতে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মীদের সরিয়ে দিতে আইনশৃঙ্খলা বাহিনী সেসময় যে অভিযান চালায়, তাতে ৬১ জন নিহত হয় বলে এক প্রতিবেদনে দাবি করে মানবাধিকার সংগঠন অধিকার। ওই প্রতিবেদনে তথ্য বিকৃতির অভিযোগে তথ্য প্রযুক্তি আইনের মামলায় বাংলাদেশে আদিলুরের বিচার চলছে।

সোনালীনিউজ/ঢাকা/জেএ