মেয়র আনিসুলের অবস্থার কিছুটা উন্নতি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৮, ২০১৭, ০৩:৫৯ পিএম

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। ডাক্তাররা তাকে ঘুম থেকে স্বাভাবিকভাবে জাগিয়ে তোলার চেষ্টা করছেন।

শুক্রবার (১৮ আগস্ট) মেয়রের সহকারী একান্ত সচিব মিজানুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, স্যার (আনিসুল হক) এখনও আইসিইউতে রয়েছেন। শারীরিক অবস্থার পুরোপুরি উন্নতি না হওয়া পর্যন্ত সেখানেই ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন তিনি। ডাক্তাররা এরই মধ্যে তার শারীরিক অবস্থার উন্নতি দেখছেন। সেখানে আরও কিছু দিন থাকতে হবে।

আনিসুল হক এখনও লন্ডনের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

তিনি ‘সেরিবেল ভ্যাসকিউলিটিস’ নামে একটি মস্তিষ্কের রোগে আক্রান্ত হয়েছেন। এটি আগে ঢাকার চিকিৎসকরা শনাক্ত করতে পারেননি। দুই মাস ধরে মেয়র এই রোগে আক্রান্ত বলে জানান তাঁর ব্যক্তিগত সহকারী। আনিসুল হক গত ২৮ জুলাই পারিবারিক কাজে লন্ডনে যান। সেখানে তার বড় মেয়ের সন্তান হয়েছে। এর মধ্যে তিনি একদিন বেশি অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

সোনালীনিউজ/ঢাকা/জেএ