ত্রাণ নিয়ে দুই নম্বরি করলে ক্ষমা নেই

  • ঠাকুরগাঁও প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৮, ২০১৭, ০৯:৪৩ পিএম

ঢাকা: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ত্রাণসামগ্রী নিয়ে যদি বাংলাদেশের কোনো জায়গায় ছিনিমিনি খেলা হয়, কেউ দুই নম্বরি করেন, দুর্নীতির আশ্রয় নেন তবে তাকে ক্ষমা করা হবে না। 

শুক্রবার (১৮ আগস্ট) ঠাকুরগাঁওয়ে জেলা শিল্পকলা একাডেমি আশ্রয়কেন্দ্রে বন্যাদুর্গত মানুষদের ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, এ সরকারের আমলে ত্রাণসামগ্রী নিয়ে কোনো রকম কথা কেউ আজ পর্যন্ত বলতে পারে নাই। কোনো মিডিয়া আজ পর্যন্ত বলতে পারে নাই যে রিলিফ নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে।

মোফাজ্জল হোসেন বলেন, ‘আমাদের খাদ্যের কোনো অভাব নাই, টাকারও অভাব নাই। ত্রাণসামগ্রী কিন্তু সবার জন্য নয়, এটা মাথায় রাখতে হবে। যার হাতে কাজ নাই, ঘরে খাওয়া নাই, কাজ করার মতো অবস্থা নাই, বিধবা, প্রতিবন্ধী, বৃদ্ধ, দিন এনে দিন খায় তাদের জন্য ত্রাণসামগ্রী। এরা যেন কষ্টে না থাকে।’

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, সংসদ সদস্য ইয়াসিন আলী, সংসদ সদস্য সেলিনা জাহান লিটা ও জেলা প্রশাসক আবদুল আওয়াল উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/জেএ