কেমন আছেন মেয়র আনিসুল হক

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৮, ২০১৭, ০৭:১৯ পিএম

ঢাকা: উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসার সুবিধার্থে মস্তিষ্ক পুরোপুরি বিশ্রামে রাখতে তাকে ঘুম পাড়িয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।

এ সপ্তাহে তার চিকিৎসার হালনাগাদ তথ্য জানা যাবে। আনিসুল হকের ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান বলেন, মেয়রের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করছে। তার অবস্থা স্থিতিশীল রয়েছে। অসুখ নিরাময়যোগ্য, তবে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

আনিসুল হক কী ধরনের সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিষ্কের রক্তনালির প্রদাহ) ভুগছেন, তা নির্ণয়ে চিকিৎসকরা আরও পরীক্ষা-নিরীক্ষা করতে চান যাতে তার স্ট্রোকের সম্ভাব্য সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করা যায়। লন্ডনের একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। 

সোনালীনিউজ/ঢাকা/জেএ