এখন থেকে ধর্ষণ ঘটলেই দ্রুত বিচার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০১৭, ০৩:৪৫ পিএম

ঢাকা: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক জানিয়েছেন এখন থেকে যেকোনো ধর্ষণের ঘটনা ঘটলে দ্রুততার সঙ্গে বিচারকাজ শুরু হবে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার পরপরই দ্রুততার সঙ্গে রূপাকে ধর্ষণ মামলার বিচারকাজ শুরু হবে।

তিনি বলেন, ধর্ষণের মামলা পরিচালিত হয় নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে। মামলাগুলো যাতে দ্রুত সম্পন্ন হয়, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়া হবে।

আইনমন্ত্রী বলেন, ‘রূপা ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িতরা স্বীকার করেছে যে তারা এ ঘটনা ঘটিয়েছে। যে মুহূর্তে আদালতে তদন্ত প্রতিবেদন জমা হবে, তার পরপরই এর বিচারকাজ শুরু হয়ে যাবে। এখন থেকে প্রতিটি ধর্ষণের ঘটনায় মামলা হলেই দ্রুততার সঙ্গে বিচারকাজ সম্পন্ন হবে।’

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের বিষয়ে তিনি বলেন, ‘তাদের ওপর যে অত্যাচার-নির্যাতন চলছে তা অত্যন্ত দুঃখজনক। এদিকে বিশ্ববাসীর নজর দেয়া উচিত।’

সোনালীনিউজ/ঢাকা/জেএ