রংপুরে স্কাউট কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণ মামলা

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৬, ২০১৬, ১০:১১ পিএম

সোানলীনিউজ ডেস্ক

রংপুরে স্কাউট কর্মকর্তা ও কলেজশিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে স্কাউট শিক্ষিকা আদালতে মামলা করেছেন।  আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দিয়েছেন।

বুধবার রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে এই মামলা করা হয়।

রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) খন্দকার রফিক হাসনাইন জানান, রংপুরে স্কাউট কর্মকর্তা লিয়াকত হোসেন একসময় ঢাকায় কর্মরত ছিলেন। সেখানে থাকাকালে ওই শিক্ষিকার সঙ্গে তার সখ্য গড়ে ওঠে। কিছুদিন আগে লিয়াকত রংপুরে বদলি হয়ে আসেন। পরে ওই শিক্ষিকাকে গত ৩ অক্টোবর ঢাকা থেকে কৌশলে রংপুরে নিয়ে আসেন। পরদিন বিয়ের প্রলোভনে লিয়াকত ও তার বন্ধু প্রভাষক ফারুকুজ্জামান এলাহী ওরফে এলাহী ফারুক ধর্ষণ করেন। ধর্ষণের পুরো ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করেন ফারুক।

পিপি আরো জানান, এরপরও  লিয়াকত তাকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে বিষয়টিকে চাপা দিয়ে রাখে। পরে ওই শিক্ষিকা বিয়ের জন্য পীড়াপীড়ি করলে তাকে মোবাইলে ধারণ করা ভিডিও প্রকাশ করে দেওয়ার ভয় দেখানো হয়।

এ ঘটনার পর বাধ্য হয়ে ওই শিক্ষিকা রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে  মামলা  করেন বলে জানান পিপি।

বিচারক কেজি মোস্তফা বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দেন