ত্রাণ বিতরণে জায়গা নির্দিষ্ট করছে প্রশাসন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০১৭, ০৯:২৬ পিএম

ঢাকা: মিয়ানমারের আরাকান থেকে জীবন বাঁচাতে চলে আসা রোহিঙ্গাদের ভীড় সামলানো কঠিন হয়ে দাঁড়িয়েছে জেলা প্রশাসনের পক্ষে। ত্রাণের জন্য সড়কের পাশে দাঁড়িয়ে থাকছে হাজারো রোহিঙ্গা। সারা দেশ থেকে ত্রাণ যাচ্ছে তাদের জন্য। কেউ পাচ্ছে তো কেউ পাচ্ছে না।

এজন্য ত্রাণ বিতরণে নির্দিষ্ট জায়গা ঠিক করেছে কক্সবাজার জেলা প্রশাসন। সূত্র জানিয়েছে, নির্দিষ্ট ১২টি জায়গায় ত্রাণ বিতরণ করতে পারবেন যে কেউ। রোববার(১৭ সেপ্টেম্বর) থেকে পুলিশ, বিজিবি, আনসার ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নির্ধারিত ১২টি স্পটে ত্রাণ দেয়া হবে। এ স্পটগুলোর বাইরে ব্যক্তিগত উদ্যোগের ত্রাণও দেয়া যাবে না বলে জানানো হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহিদুর রহমান বলেন, রোববার(১৬ সেপ্টেম্বর) থেকে ১২টি স্পটে পুলিশ, বিজিবি, আনসার ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ত্রাণ বিতরণ করা হবে। ক্যাম্পের আশেপাশে মোট ১২টা জায়গায়। 

সোনালীনিউজ/ঢাকা/আতা