মেধাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে : শিক্ষামন

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১, ২০১৬, ০৩:১৬ পিএম

সোনালীনিউজ ডেস্ক
বছরের প্রথম দিনটিতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পাঠ্যবই উৎসব উদ্বোধন করে জানান, ২০১০ সাল থেকে ২০১৬ সাল, এই সাত বছরের প্রথম দিনেই ১৮৯ কোটি ২১ লাখ ১৮ হাজার ৮৯৫টি পাঠ্যবই হাতে পেয়েছে শিক্ষার্থীরা।
মোট শিক্ষার্থী ২৬ কোটি ২ লাখ ২১ হাজার ৮৪ জন। বই পাওয়া ছেলেমেয়েরা সবাই প্রাক-প্রাথমিক, প্রাথমিক, এবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি বিদ্যালয়ের শিক্ষার্থী।
শুক্রবার রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল চত্বরে পাঠ্যবই উৎসবের উদ্বোধনকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আমাদের দেশের শিক্ষার্থীরা বিশ্বমানের মেধার অধিকারী। তারা মেধার দিক দিয়ে দরিদ্র নয়। আগামীতে এই মেধাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।’
তোমাদেরকে নৈতিক মূল্যবোধ, সততা-নিষ্ঠা ও দেশপ্রেমের অধিকারী হতে হবে। মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস তোমাদের জানতে হবে, শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন মন্ত্রী।
পরে রংবেরঙের বেলুন ও পায়রা ওড়ান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ছেলেমেয়েদের করতালিতে ভরে যায় উৎসব অঙ্গন।