ভারতে হচ্ছে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২, ২০১৭, ০৭:৪৫ পিএম

ঢাকা: ভারতের নয়াদিল্লীতে বাংলাদেশের সীমান্তরক্ষী বিজিবি ও ভারতের সীমান্ত রক্ষী বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর মধ্যে মহাপরিচালক পর্যায়ে সম্মেলন সোমবার(২ অক্টোবর) থেকে ৭ অক্টোবর পর্যন্ত ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিত হবে।

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন এর নেতৃত্বে ২৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে অংশ নিয়েছেন। বাংলাদেশ প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে বিজিবি’র সরাইল, যশোর, রংপুর এবং চট্টগ্রাম রিজিয়ন কমান্ডারবৃন্দ, বিজিবি সদর দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যৌথ নদী কমিশন, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এবং বাংলাদেশ জরিপ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন।

অপরদিকে ভারতের বিএসএফ মহাপরিচালক কে কে শর্মা এর নেতৃত্বে ২৬ সদস্যের প্রতিনিধিদল  সম্মেলনে অংশগ্রহণ করেছেন। ভারতীয় প্রতিনিধিদলে বিএসএফ সদর দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, ফ্রন্টিয়ার আইজিগণ, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, জাতীয় তদন্ত সংস্থা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সার্ভে অব ইন্ডিয়া এবং যৌথ নদী কমিশন এর কর্মকর্তারা রয়েছেন।

একই সাথে সীমান্ত সম্মেলন উপলক্ষে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক আরও সুসংহত করার লক্ষ্যে বিজিবি পরিচালিত সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস) এর সভানেত্রী রওশন আরা হোসেন এর নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধিদল ভারতে গিয়েছেন।

সীপকস প্রতিনিধিদল বিএসএফ পরিচালিত বিএসএফ ওয়াইভস ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন (ইডডঅ) এর প্রতিনিধিদলের সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবেন এবং এ্যাসোসিয়েশনের বিভিন্ন কর্মকান্ড পরিদর্শন করবেন। 

আগামী ৩ অক্টোবর ভারতীয় সময় সকাল ৯ টায় নয়াদিল্লীস্থ বিএসএফ সদর দপ্তরে সম্মেলনের আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। একই দিন বিজিবি মহাপরিচালক ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী ও স্বরাষ্ট্র সচিবের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

আগামী ৬ অক্টোবর সম্মেলনের যৌথ আলোচনার দলিল (জয়েন্ট রেকর্ড অব ডিসকাশন্স-জেআরডি) স্বাক্ষরিত হবে। এছাড়াও সীমান্ত সম্মেলন উপলক্ষে ৫ অক্টোবর নয়াদিল্লীতে বিজিবি-বিএসএফ প্রীতি হ্যান্ডবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

সোনালীনিউজ/ঢাকা/আতা