৮৮ কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১০, ২০১৭, ০৩:৩১ পিএম

ঢাকা: গত (সেপ্টেম্বর-২০১৭) মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ৮৭ কোটি ৯৯ লাখ টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এর মধ্যে ১০ লাথ ৮৫ হাজার ১৭৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১১ হাজার ৩১৬ বোতল বিদেশী মদ, ১২০ লিটার বাংলা মদ, ৩৮ হাজার ৯৭২ বোতল ফেনসিডিল, ২ হাজার ৯১০ কেজি গাঁজা, ২ কেজি ৬৭৫ গ্রাম হেরোইন, ১৭ হাজার ৩৬০ টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ৬ লাখ ৩৭ হাজার ৫০৯ টি অন্যান্য ট্যাবলেট।

এছাড়া ৮ হাজার ২০১ পিস শাড়ি, ৯৪৮ পিস থ্রিপিস/শার্টপিস, ৫২২ মিটার থান কাপড়, ৪৪২ টি তৈরী পোশাক ও ৩ হাজার ৬৩২ সিএফটি কাঠ জব্দ করা হয়েছে।

মাদক পাচার ও চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৮৬ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৭২ জন বাংলাদেশী নাগরিককে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। ভারত হতে বাংলাদেশে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৪ জন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি হতে সেপ্টেম্বর মাস পর্যন্ত বিজিবি ১ হাজার ১১ কোটি ৬৭ লাখ ৬৬ হাজার ১৯৯ টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদক দ্রব্য আটক করতে সক্ষম হয়েছে বিজিবি।

সোনালীনিউজ/জেএ