যশোরে ঘেরাও করা বাড়ি থেকে বিস্ফোরক উদ্ধার

  • যশোর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৩, ২০১৭, ১০:৫৭ পিএম

ঢাকা: যশোর সদরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটক করা হয়েছে বাড়ির মালিককে।

যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান জানান, পুলিশ সদর দপ্তর থেকে তথ্য পেয়ে সোমবার(২৩ অক্টোবর) সন্ধ্যার পর সদর উপজেলার পাগলাদহ গ্রামের ওই আধাপাকা বাড়ি তারা ঘিরে ফেলেন।

পরে সেখানে তল্লাশি চালিয়ে গ্রেনেডের ৩০টি খোল, ৫০টি সুইচ, পিস্তলের দুটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, বোমা বানানোর জেল ও ১০ লিটার রাসায়নিক, আধাকেজি পেরেকে, চারটি ছুরিসহ বিভিন্ন ধরনের বিস্ফোরক উদ্ধার করা হয় বলে জানান তিনি।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (গোপনীয় শাখা) মুনিরুজ্জামান জানান, ওই বাড়ির মালিক মোজাফফর হোসেনকে তারা আটক করেছেন। ৪০ বছর বয়সী মোজাফফর যশোরের এম এম কলেজের ছাত্রাবাস মসজিদের ইমাম এবং একজন হোমিও চিকিৎসক বলে জানান মুনিরুজ্জামান।

পুলিশ সুপার বলেন, ঢাকা থেকে আসা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যদের পাশাপাশি জেলা পুলিশের সদস্যরা ওই বাড়ি ঘিরে রেখেছেন।

সোনালীনিউজ/আতা