তদন্তের স্বার্থেই তনুর পরিবারকে সিআইডিতে ডাকা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২২, ২০১৭, ০৩:৩৩ পিএম

ঢাকা: বহুল আলোচিত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের বিষয়ে আবারো তনুর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি।

বুধবার (২২ নভেম্বর) সকালে তাদের সিআইডি কার্যালয়ে ডাকা হয়। এ নিয়ে বেশ কয়েক দফায় তনুর পরিবারকে জিজ্ঞাসাবাদ করল এই তদন্ত সংস্থাটি।

এ ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, এই হত্যার রহস্যের জট খুলতে কাজ করছে সিআইডি।

‘আমি আশা করি, তনু হত্যার মূল ঘটনা তারা উদঘাটন করবে। আজকে যে প্রশ্নটা আসছে, তনুর আত্মীয়স্বজনকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। এটা একটা তদন্তের অংশ। তদন্ত চলছে। কাজেই আমি মনে করি, তদন্তে সত্যিকারের ঘটনাটা উদঘাটিত হবে’, যোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

গত সোমবার কুমিল্লা সিআইডি কার্যালয় থেকে তনুর পরিবারকে চিঠি দিয়ে- তনুর মা-বাবা, দুই ভাই ও  চাচাতো বোনকে নিয়ে ঢাকার সিআইডি কার্যালয়ে যেতে বলা হয়।

গত বছরের ২০  মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের ভেতর একটি জঙ্গল থেকে তনুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

সোনালীনিউজ/ঢাকা/এআই