সশস্ত্র বাহিনীতে রাসায়নিক অস্ত্র কনভেনশনের সভা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০১৭, ০৭:২৪ পিএম

ঢাকা: বাংলাদেশ ন্যাশনাল অথরিটি ফর কেমিক্যাল উইপনস কনভেনশন (বিএনএসিডব্লিউসি) এর সাধারণ সভা ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল ষ্টাফ অফিসার ও বিএনএসিডব্লিউসি এর চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান।

রোববার(১০ ডিসেম্বর) বিএনএসিডব্লিউসির ১৩তম সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা এবং তিন বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, রাসায়নিক অস্ত্র কনভেনশন এর বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ সদস্য হিসেবে উপস্থিত ছিলেন। 

সভায় রাসায়নিক দ্রব্য আমদানীকারক ও রপ্তানীকারকদের লাইসেন্স প্রদান সংক্রান্ত নীতিমালা পর্যালোচনা করা হয়। একইসঙ্গে রাসায়নিক দ্রব্যের নিরাপদ ও শান্তিপূর্ণ ব্যবহারের জন্য সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কার্যক্রম নেয়ার বিষয়ে আলোচনা হয়।

রাসায়নিক অস্ত্র বা যে কোন রাসায়নিক দুর্ঘটনা প্রতিরোধমূলক জাতীয় কর্মসূচী প্রণয়নের বিষয়ে আলোচনা করা হয় বলে জানিয়েছে আইএসপিআর।

সোনালীনিউজ/আতা