সরকার হস্তক্ষেপ করলে খালেদা জামিন পেত না

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১২, ২০১৮, ০৩:৪১ পিএম

ঢাকা: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের ব্যাপারে সরকার হস্তক্ষেপ করেনি উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, খালেদা জিয়ার জামিনের বিষয়টি নিয়ে গড়িমসি করছিল বলে বিএনপি নেতারা অভিযোগ করে আসছিলেন। তবে তাদের এ অভিযোগ সম্পূর্ণরূপে ভিত্তিহীন। যদি এমন হতো তা হলে খালেদা জিয়া জামিন পেতেন না।

সোমবার (১২ মার্চ) দুপুরে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার চার মাসের জামিন মঞ্জুর করেন হাইকোর্ট।

এ সময় তিনি বলেন, জামিনের অর্ডার কারাগারে যাওয়ার পরই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি পাবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

এরপর সচিবালয়ে সাংবাদিকদের কাছে খালেদার জিয়ার রায়ের বিষয়ে আইনমন্ত্রী এ প্রতিক্রিয়া জানান।

সোনালীনিউজ/ঢাকা/এআই