বেঁচে যাওয়া যাত্রীর মুখে বর্ণনা

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১২, ২০১৮, ০৬:৩৪ পিএম

ঢাকা: নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার বিধ্বস্ত হওয়া বিমানের এক যাত্রী বেঁচে গেছেন। নেপালের নাগরিক বসন্ত বড়ুয়া ঢাকা থেকে নেপালে ফিরছিলেন। তিনি এখন হাসপাতালে ভর্তি।

তার সাক্ষাৎকার নিয়েছে দেশটির পত্রিকা কাঠমান্ডু পোস্ট। বসন্ত জানান, উড়োজাহাজটিতে বিভিন্ন ট্যুরিস্ট এজেন্সির মাধ্যমে আসা তারা এক সঙ্গে ১৬ নেপালি ছিলেন। তিনি নিজেও একজন ট্যুরিস্ট অপারেটর হিসেবে কাজ করেন। প্রশিক্ষণের জন্য বাংলাদেশে গিয়েছিলেন।

বড়ুয়া জানান, উড়োজাহাজটি স্বাভাবিকভাবেই ঢাকা ছেড়ে যায়। কিন্তু ত্রিভুবনে অবতরণ করার আগমুহূর্তে সেটি অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। এরইমধ্যে উড়োজাহাজটি প্রচণ্ড ঝাঁকুনি দেয় এবং বিকট শব্দ করে।

আমি জানালার পাশের সিটে বসেছিলাম এবং দুর্ঘটনার সময় জানালাটির কাচ ভেঙে বেরিয়ে আসি। জানালা ভেঙে বেরিয়ে যাওয়ার পর আমার আর কিছু মনে নেই। কেউ একজন আমাকে সিনামঙ্গল হাসপাতালে নিয়ে যায় এবং সেখান থেকে আমার এক বন্ধু নরভিক হাসপাতালে নিয়ে আসে।

তিনি বলেন, আমি অত্যন্ত সৌভাগ্যবান যে, ভয়াবহ এই দুর্ঘটনার পর আমি এখনো বেঁচে আছি।

বর্তমানে ওই যাত্রী নরভিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোনালীনিউজ/আতা