ক্যাপ্টেন আবিদ মারা গেছেন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৩, ২০১৮, ১০:২০ এএম
ফাইল ছবি

ঢাকা: নেপালের কাঠমান্ডুতে বিধ্বস্ত ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজটির প্রধান বৈমানিক আবিদ সুলতান মারা গেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)।

এ ঘটনায় উড়োজাহাজটির অপরক বৈমানিক পৃথুলা রশিদ গতকালই মারা গেছেন বলে কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেয়া তথ্যে জানা গেছে।

সোমবার (১৩ মার্চ) সকালে প্রধান বৈমানিক আবিদ সুলতানের মৃত্যুর খবর পাওয়া যায়।

৬৭ যাত্রীসহ ৭১ জন আরোহী নিয়ে ঢাকা থেকে রওনা হয়ে কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় রোববার দুপুরে বিধ্বস্ত হয় ইউএস-বাংলার ড্যাশ উড়োজাহাজটি।

হতাহত অনেককে কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে আটজনের মৃত্যু নিশ্চিত করেন চিকিৎসকরা। ওই আটজনের মধ্যে বৈমানিক পৃথুলা রশিদের নাম রয়েছে। তিনি উড়োজাহাজটিতে ফার্স্ট অফিসার হিসেবে কাজ করতেন।

পৃথুলার ফেইসবুক পাতা থেকে জানা যায়, তিনি ২০১৬ সালের জুলাই মাস থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সঙ্গে যুক্ত। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে পাস করা পৃথুলা উড্ডয়নের ডিগ্রি নিয়েছেন আরিরাং এভিয়েশন নামের একটি প্রতিষ্ঠান থেকে। 

সোনালীনিউজ/ঢাকা/এআই