বিমান দুর্ঘটনা: নিহত‌দের স্মর‌ণে জ‌বি‌তে মোমবা‌তি প্রজ্জ্বলন

  • জবি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৪, ২০১৮, ০২:৪৯ পিএম

জবি: নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের এবং মিরপুরে পুরে যাওয়া বস্তিবাসীদের স্মরণে মোমবাতি প্রজ্জলন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৩ মার্চ) রাতে জ‌বি শাখা ছাত্র ইউনিয়‌নের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের (বিজ‌নেজ স্টা‌ডিজ ভবন) সামনে মোমবাতি জ্বালায় এবং এক মিনিট নিরবতা পালন করেন তারা। 

এ বিষ‌য়ে জবি শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি রুহুল আমিন সোনালী নিউজ‌কে বলেন, জা‌নি এতে কা‌রো কিছু যায় আসে না। তবুও আমাদের সকালের মনের ভেতরের লুকায়িত দেশ প্রেমটাকে জাগ্রত করার ক্ষুদ্র প্রচেষ্টা এটা। বিমান দুর্ঘটনায় নিহতদের এবং পুড়ে যাওয়া বস্তিবাসীদের সকলের জন্য আমরা আন্তরিক ভাবে মর্মাহত। আমাদের সর্বস্তরের জনগনের উচিত এদের সাহায্যে এগিয়ে আসা এবং তাদের সকলের জন্য দোয়া করা।

ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা না হয় সে বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেন তি‌নি।

এ সময় তিনি আরো বলেন, এই সচেতনতা গণসচেতনতায় রূপ দিয়ে দেশের সর্বস্তরে ছড়িয়ে দেয়া আমাদেরই দায়িত্ব।

এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্র ইউ‌নিয়‌নের নেতাকর্মী এবং বি‌ভিন্ন বিভা‌গের সাধারণ শিক্ষার্থীরা।

সোনালীনিউজ/ঢাকা/এআই