মালিতে নিহত ৪ শান্তিরক্ষীর লাশ ঢাকায়

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৫, ২০১৮, ০৮:০৭ পিএম

ঢাকা: আফ্রিকার মালিতে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইজ (আইইডি) বিস্ফোরণে নিহত চার বাংলাদেশি শান্তিরক্ষীর লাশ বৃহস্পতিবার (১৫ মার্চ) সন্ধ্যায় দেশে পৌঁছেছে। 

নিহতরা হলেন- ওয়ারেন্ট অফিসার আবুল কালাম, পিরোজপুর (৩৭ এডি রেজি. আর্টি.), ল্যান্স করপোরাল আকতার, ময়মনসিংহ (৯ ফিল্ড রেজি. আর্টি.), সৈনিক রায়হান, পাবনা (৩২ ইস্ট বেঙ্গল) সৈনিক (পাঁচক) জামাল, চাপাইনবাবগঞ্জ (৩২ ইস্ট বেঙ্গল)।

শুক্রবার (১৬ মার্চ) সকাল সাড়ে আটটায় ঢাকা সেনানিবাসের ১৩ এমপি ইউনিটের ‘চপার্স ডেন’-এ তাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। 

আইএসপিআরের সহকারী পরিচালক রেজা-উল করিম শাম্মী জানান, গত ২৮ ফেব্রুয়ারি আফ্রিকার মালিতে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিট) দোয়েঞ্জা নামক স্থানে সন্ত্রাসীদের পুঁতে রাখা শক্তিশালী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইজ (আইইডি) এর ভয়াবহ বিস্ফোরণে চার বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হন। এ ঘটনায় আরো চারজন আহত হন।

তিনি জানান, ব্যানব্যাট-৪ এর একটি লজিস্টিক কনভয় এস্কর্ট (নিরাপত্তা দল) গাঁও থেকে মপতি যাওয়ার পথে বোনি-দোয়েঞ্জা সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। পরে হেলিকপ্টারযোগে আহতদের চিকিৎসার জন্য দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। 

বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন। আহত ব্যক্তিরা হলেন— করপোরাল রাসেল, নওগাঁ (৩২ ইস্ট বেঙ্গল), সৈনিক আকরাম, রাজবাড়ী (৩২ ইস্ট বেঙ্গল), সৈনিক নিউটন, যশোর (১৭ বীর), সৈনিক রাশেদ, কুড়িগ্রাম (৩২ ইস্ট বেঙ্গল)।

সোনালীনিউজ/জেএ