নেপালে বিমান দুর্ঘটনা

৮৫৮ কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছেন হতাহতরা

  • বিশেষ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৮, ২০১৮, ০২:০৩ পিএম

ঢাকা : নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত ইউএস-বাংলার উড়োজাহাজ ও এর হতাহত আরোহীরা ক্ষতিপূরণ হিসেবে প্রায় ৮৫৮ কোটি টাকা পাচ্ছেন।

তদন্ত প্রতিবেদন পাওয়া সাপেক্ষে, বিমা দাবির কিছু অংশ এক মাসে পরিশোধে প্রস্তুত সেনাকল্যাণ ইন্স্যুরেন্স। তবে আরোহী প্রতি কী পরিমাণ অর্থ দেয়া হচ্ছে, তা নিশ্চিত করে এখনই কিছু বলছে না সংস্থাটি।

১২ মার্চ নেপালের ত্রিভুবন বিমানবন্দরে বিধ্বস্ত হয় ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট-টু ওয়ান ওয়ান ক্রাফটি।

৩ বছর আগে সেনাকল্যাণ ইন্স্যুরেন্সে বিমা করা ছিল বিধ্বস্ত বিমানটির। দুর্ঘটনার পর পরই ক্ষয়ক্ষতির হিসাব করতে নেপাল যায় সিঙ্গাপুর ও যুক্তরাজ্যের দুটি সার্ভে প্রতিষ্ঠান।

টাকার অঙ্ক বড় হওয়ায়, তা সাধারণ বিমা করপোরেশন ও যুক্তরাজ্যের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে পুনঃবিমা করা রয়েছে। আর তা করা হয়েছে উড়োজাহাজ, যাত্রী ও ক্রু এই তিন ধরনে।

এতে যাত্রীরা পাচ্ছেন ৮০০ কোটি, উড়োজাহাজের জন্য ৫৬ কোটি আর ৪ ক্রুর জন্য রয়েছে ১ কোটি ৬০ লাখ টাকা।

তদন্ত প্রতিবেদন পাওয়ার পর, ক্ষতিপূরণ দেয়া শুরু হবে বলে জানিয়েছে ইউএস-বাংলা।এদিকে, সময় মতো বিমা দাবি পরিশোধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি তাগিদ বিশ্লেষকদের।

পাশাপাশি, অর্থ পরিশোধের প্রক্রিয়া শেষ করতে তদন্ত প্রতিবেদন দ্রুত দেয়ার তাগিদও দিচ্ছেন বিশ্লেষকেরা।

সোনালীনিউজ/জেডআরসি