দেশ স্বাধীন বলেই এগিয়ে যেতে পারছি

  • জ্যেষ্ঠ প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৮, ২০১৮, ০৪:১৫ পিএম

ঢাকা: রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, বঙ্গবন্ধু, বাংলাদেশ ও বাংলার স্বাধীনতা এক সুত্রে গাঁথা। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হত না। দেশ স্বাধীন বলেই আমরা এগিয়ে যেতে পারছি। এরই মধ্যে বাংলাদেশ উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জন করেছে।

রোববার (১৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু জাতীয় শিশু-কিশোর মঞ্চ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

মন্ত্রী বলেন, একমাত্র বঙ্গবন্ধু দেশের মানুষের মুক্তির কথা ভাবতেন। তিনি জেল কিংবা মৃত্যু কোন কিছুরই ভয় পেতেন না।দেশ আজ উন্নয়নশীর দেশের স্বীকৃতি অর্জন করেছে।

এমরান এইচ চৌধুরির সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. ওয়াহিদুজ্জামান, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আবু সাঈদ সাগর,  চলচ্চিত্র ও টিভি অভিনেতা মো. খালেকুজ্জামান প্রমুখ। 

সোনালীনিউজ/তালেব