বাড়ি ফিরছেন বিমান দুর্ঘটনায় আহত অ্যানি

  • নিজস্ব প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১০, ২০১৮, ১১:৩৪ এএম

ঢাকা: নেপালে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় আহত আলামুন নাহার অ্যানি সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। গত ১৬ মার্চ অ্যানিকে কাঠমান্ডু থেকে বাংলাদেশে নিয়ে আসা হয় এবং ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

মঙ্গলবার (১০ এপ্রিল) ঢামেকের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক সামন্ত লাল সেন বলেন, অ্যানির অবস্থা ভালো। তাকে ছাড়পত্র দেয়া হচ্ছে। বেলা ১১টায়ি তিনি বাড়িতে রওনা হন।

ওই দুর্ঘটনায় আহত অ্যানি স্বামী ও সন্তান হারিয়েছেন। স্বামী–সন্তানের শোকে এখনও নীরবে কাঁদেন তিনি।

গত ১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার ড্যাস ৮ কিউ ৪০০ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ৪ ক্রুসহ বিমানের ৭১ জনের সবাই হতাহত হন। তাদের মধ্যে ২৬ বাংলাদেশি, ২২ নেপালি, ১ জন চীনাসহ ৪৯ জন নিহত হন। আর ১০ বাংলাদেশি, ৯ নেপালি, ১ মালদ্বীপের নাগরিকসহ ২০ জন আহত হন।

ওই উড়োজাহাজে যাত্রী ছিলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার নগরহাওলা গ্রামের পাঁচজন। তাদের মধ্যে এফ এইচ প্রিয়ক ও তার মেয়ে আড়াই বছরের তামারা প্রিয়ন্ময়ী নিহত হন। আহত হন প্রিয়কের স্ত্রী আলমুন নাহার অ্যানি এবং মেহেদী হাসান ও সৈয়দা কামরুন্নাহার স্বর্ণা।

সোনালীনিউজ/ঢাকা/এআই