ইতিহাস গড়ার পথে রাষ্ট্রপতি আবদুল হামিদ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৪, ২০১৮, ০৩:২১ পিএম

ঢাকা: টানা দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন মো. আবদুল হামিদ। দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।

মঙ্গলবার (২৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির শপথ বাক্য পড়াবেন।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া প্রধান বিচারপতি, দেশের সাবেক রাষ্ট্রপতিরা, মন্ত্রিপরিষদ সদস্য, সাংসদ, কূটনীতিক এবং বিশিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।

২০১৩ সালে প্রথমবারের মতো দেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মোহাম্মদ আবদুল হামিদ। সেই মেয়াদ শেষ হয়ে আসায় গত ২৫ শে জানুয়ারি রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

আর মনোনয়নপত্র দাখিলের দিন একমাত্র বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের মনোনয়নপত্র জমা পড়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হন।

টানা দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন মো. আবদুল হামিদ। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ১৯ মেয়াদে এ পর্যন্ত ১৬ জন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। সেই হিসাবে আবদুল হামিদ এই পদে সপ্তদশ ব্যক্তি।

তবে কেবল আবদুল হামিদই টানা দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। সংবিধানে সর্বোচ্চ দুই বার রাষ্ট্রপতি পদে থাকার সুযোগ থাকায় এটাই হবে তার শেষ মেয়াদ।


সোনালীনিউজ/জেডআরসি/আকন