ফি নির্ধারণে উদার হওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৬, ২০১৬, ১১:০০ পিএম

সোনালীনিউজ ডেস্ক

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘সবার জন্য সমান শিক্ষা নিশ্চিত করতে হলে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে বড় ভূমিকা পালন করতে হবে। কারণ, আমাদের বেশিরভাগ শিক্ষার্থীরাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। সেক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ফি নির্ধারণে উদার হওয়ার আহ্বান জানাচ্ছি।’
 
বুধবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) অনুষ্ঠিত চতুর্থ সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

যুগোপযোগি এবং প্রায়োগিক বিষয় প্রবর্তনের ওপর জোর দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষা তখনই শক্তি যখন তা পরিবর্তনের জন্যে প্রয়োগ করা হয়। দেশের উন্নয়নে দরকার যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত জনশক্তি। আধুনিক বাংলাদেশের নির্মাতা তৈরি করতে বিশ্ববিদ্যালয়গুলোকে যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে হবে।’
 
তিনি আরো বলেন, ‘শিক্ষার মূল লক্ষ্য আধুনিক শিক্ষা ও প্রযুক্তিতে শিক্ষার্থীদের দক্ষ করে তোলা। বিশ্ববিদ্যালয়ের কাজ হলো নতুন জ্ঞান সৃষ্টি। দেশে এখন বিশ্ববিদ্যালয়ে আরো বেশি গবেষণা ও ভালো মানের শিক্ষক নিয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে।’
 
বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন- ২০১০ বাস্তবায়নে বেঁধে দেয়া সময়ের কথা স্মরণ করিয়ে তিনি বলেন, ‘যারা নির্ধারিত সময়ের মধ্যে আইন বাস্তবায়ন করতে পারবে না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এখানে সেখানে ক্যাম্পাস, মার্কেটে ক্যাম্পাস এসব মেনে নেয়া হবে না। আইনানুযায়ী সবাইকে নির্দিষ্ট পরিমাণ অখণ্ড জমিতে বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। আইন অমান্যকারী, মুনাফালোভী কোনো প্রতিষ্ঠানকে ছাড় দেয়া হবে না।’
 
সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে উত্তীর্ণ ১ হাজার ৮৫৫ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। সমাবর্তন বক্তব্য প্রদান করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। আরো উপস্থিত ছিলেন- এসইউবির উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার গণি চৌধুরী, ট্রাস্টি বোর্ডের সভাপতি ডা. এএম শামীম এবং নেপালী রাজদূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সুশীল কুমার লম্সাল।

সোনালীনিউজ/ঢাকা/আকন