কানাডা যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৭, ২০১৮, ১২:২২ পিএম

ঢাকা: জি-সেভেন শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে যোগ দিতে চারদিনের সফরে আজ কানাডা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

সন্ধ্যায় এ্যামিরেটসের একটি ফ্লাইটে ঢাকা ছাড়বেন শেখ হাসিনা। দুবাই হয়ে শুক্রবার সকালে টরেন্টো পৌঁছবেন তিনি। দুই ঘণ্টা যাত্রাবিরতি শেষে প্রধানমন্ত্রী টরেন্টো থেকে কানাডার প্রাদেশিক শহর কুইবেকে যাবেন। সেখানে এই অধিবেশন অনুষ্ঠিত হবে। শেখ হাসিনাসহ বিশ্বের ১২ জন নেতা এই সেশনে অংশগ্রহনের আমন্ত্রণ পেয়েছেন। কুইবেকে ১০ জুন সকালে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী ।

সন্ধ্যায় টরেন্টোতে প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় করবেন। এছাড়া ১১ জুন টরেন্টোতে রোহিঙ্গা সংকট নিয়ে কানাডার বিশেষ দূত বব রাইয়ের সাথেও বৈঠক করবেন তিনি। আগামী ১২ জুন দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


সোনালীনিউজ/ঢাকা/আকন