এক পশলা বৃষ্টিতে নগরবাসীর স্বস্তি

  • বিশেষ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৯, ২০১৮, ০২:০৫ পিএম

ঢাকা : পশ্চিমা লঘুচাপের প্রভাবে ভোর থেকে রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কমেছে গরমের তীব্রতা।

মঙ্গলবার (১৯ জুন) সকালে বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ। গণপরিবহন কম থাকায় বিকল্প যানবাহনে গুনতে হচ্ছে বাড়তি খরচ।

আবহাওয়া অফিস জানিয়েছে, খুলনা বিভাগসহ গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী ও পাবনা অঞ্চলের উপর দিয়ে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় হতে পারে বজ্রসহ বৃষ্টি। বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেটে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে।

এসব এলাকার নদীবন্দরে জারি রয়েছে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত। এছাড়া উত্তরপশ্চিমের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে।

সোনালীনিউজ/জেডআরসি/এমটিআই