অক্টোবরের শেষে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল

  • টাঙ্গাইল প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৩, ২০১৮, ০৯:৫৬ পিএম

টাঙ্গাইল: চলতি বছরের অক্টোবর মাসের শেষের দিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন  নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

শনিবার (২৩ জুন) টাঙ্গাইলের বাসাইলে পৌরসভা নির্বাচন উপলক্ষে ‘আইন-শৃঙ্খলা’ সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি উল্লেখ করেন, বাসাইল ছোট পৌরসভা হলেও নির্বাচন কমিশন প্রত্যেকটি নির্বাচনকে সমান গুরুত্ব দিয়ে থাকে। সে দৃষ্টিকোণ থেকে বাসাইল পৌরসভাসহ সিটি নির্বাচনগুলো অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় করা হয়েছে।

ইসি সচিব বলেন, ‘আশা করছি আগামী ৩০ জুন বাসাইল পৌরসভার নির্বাচন গ্রহণযোগ্য হবে। এজন্য সকল প্রকার প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।’

বাসাইল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমীন সভাপতিত্ব করেন।

নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, র‌্যাব-১২’র সিপিসি-৩ এর কমান্ডার মেজর রবিউল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, প্রমুখ এ সভায় বক্তৃতা করেন।

সোনালীনিউজ/জেএ