বাংলাদেশ-ভারত সমন্বিত টহল বুধবার

  • কূটনৈতিক প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৫, ২০১৮, ০৬:৩২ পিএম

ঢাকা : বঙ্গোপসাগরে প্রথমবারের মতো সমন্বিত টহল কার্যক্রম পরিচালনা করবে বাংলাদেশ ও ভারত। আগামী বুধবার (২৭ জুন) দুই দেশের নৌবাহিনী চট্টগ্রামে এই টহল কার্যক্রম পরিচালনা করবে।

দুই দেশের নৌ প্রধানরা এ টহল কার্যক্রমের উদ্বোধন করবেন। টহলে অংশ নিতে সোমবার (২৫ জুন) ভারতের দুটি জাহাজ এবং এয়ারক্রাফট চট্টগ্রামে এসে পৌঁছার কথা রয়েছে।

নৌবাহিনীর প্রধান এডমিরাল নিজামউদ্দিনের আমন্ত্রণে ভারতের নৌ প্রধান সুনীল লানবা ইতিমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছেন।

ভারতের নৌ প্রধান এর আগে ২০১৭ সালে সাগরে ‘আইওনএস বহুমুখী মেরিটাইম সার্চ এবং রেসকিউ এক্সারসাইজ’ অনুষ্ঠান দেখতে বাংলাদেশে আসে। বাংলাদেশ নৌবাহিনী এ অভিযানের আয়োজন করা হয়।

এবারের সফরে এসে ভারতীয় নৌপ্রধান মিরপুরের জাতীয় প্রতিরক্ষা কলেজের শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন।

ঢাকার ভারতীয় হাইকমিশন দেশটির নৌ প্রধানের সফর বিষয়ে বলেছে, এই সফর দুই দেশের নৌ বাহিনীকে সমৃদ্ধ করবে এবং ভ্রাতৃত্বপূর্ণ মনোভাব ও সহযোগীতা বৃদ্ধি করবে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/এইচএআর