বড়পুকুরিয়া খনির এমডিসহ ৩ কর্মকর্তার শাস্তি

  • বিশেষ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২১, ২০১৮, ০১:১৬ পিএম

ঢাকা: দিনাজপুরের বড়পুকুরিয়া খনিতে মজুদ কয়লা ও বিক্রির টাকার হিসেবে গড়মিল পাওয়ায় খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হাবিব উদ্দিন আহমেদকে ওএসডি করা হয়েছে। একই অভিযোগে আরো ৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে পেট্রোবাংলা।

গেল বছর খনির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন প্রকৌশলী হাবিব। এ সময় উত্তোলিত ১ লাখ ৪২ হাজার মেট্রিক টন কয়লা বিক্রির ২০৫ কোটি টাকার যথাযথ হিসেব পায়নি সংশ্লিষ্টরা। কয়লা বিক্রির টাকা আত্মসাতের অভিযোগে প্রকৌশলী হাবিবকে ওএসডি করা হয়েছে।

এছাড়া প্রশাসন শাখার মহাব্যবস্থাপক আবুল কাসেমকে স্ট্যান্ড রিলিজ, অপারেশন শাখার মহাব্যবস্থাপক নুরুজ্জামান চৌধুরী ও স্টোরের উপমহাব্যবস্থাপক খালেদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি করেছে পেট্রোবাংলা।


সোনালীনিউজ/জেডআরসি/আকন