সৌদি থেকে ফিরেছেন আরও ৪৩ নারীকর্মী

  • বিশেষ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২২, ২০১৮, ০২:১৮ পিএম

ঢাকা : আবারও সৌদি আরব থেকে দেশে ফিরেছে নির্যাতনের শিকার আরও ৪৩ নারী গৃহকর্মী। শনিবার (২১ জুলাই) রাতে শাহজালাল বিমানবন্দরে নামেন তারা।

গৃহকর্মীরা জানান, সৌদি আরবে মারধরের শিকার হয়েছেন তারা। পাননি নিয়মিত বেতন ও খাবার।

শনিবার (২১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে আরব আমিরাতের একটি ফ্লাইটে শাহ্‌জালাল বিমানবন্দরে নামেন নির্যাতিত ৪৩ নারী। তাদের একজন ফিরেছেন মানসিক ভারসাম্য হারিয়ে। তাকে দেখ-ভালের দায়িত্ব নিয়েছে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা।

নির্যাতিত গৃহকর্মীরা জানান, সৌদি আরবে মারধরের শিকার হয়েছেন তারা। পাননি নিয়মিত খাবার ও বেতন। পালানোর পর তাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যায় দেশটির পুলিশ। সেখান থেকে তাদের পাঠিয়ে দেয়া হয়েছে বাংলাদেশে।

একই বিমানে দেশে ফিরেছেন ৬৬ পুরুষ কর্মীও। সৌদি আরবে কাজ না পাওয়ার অভিযোগ তাদের। ৩ মে থেকে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৬৫০ জনের বেশি নারী শ্রমিক।

সোনালীনিউজ/জেডআরসি/এমটিআই