ইসির সভা বর্জন করলেন কমিশনার মাহবুব তালুকদার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৩০, ২০১৮, ০৩:৫১ পিএম

ঢাকা: ইভিএমের বিরোধিতা করে নির্বাচন কমিশনের সভায় নোট অব ডিসেন্ট দিয়ে সভা বর্জন করেছেন কমিশনার মাহবুব তালুকদার।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) সকালে ইসি সচিবালয়ের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার কে.এম নুরুল হুদার সভাপতিত্বে শুরু হয় কমিশনের ৩৫তম এই বর্ধিত সভা।

সভা শুরুর কিছুক্ষণ পরই মাহবুব তালুকদার বৈঠক বর্জন করেন। মূলত জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিধান অন্তর্ভুক্তসহ গণপ্রতিনিধিত্ব আদেশ-আরপিওতে কয়েকটি সংশোধনের প্রস্তাব চূড়ান্ত করতেই এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

কমিশন সভায় আইনের এই সংশোধন অনুমোদন পেলে আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের পর তা মন্ত্রিসভায় পাঠানো হবে বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা। এরপর ৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া জাতীয় সংসদের শেষ অধিবেশনে সংশোধনী প্রস্তাব উত্থাপনের কথা রয়েছে। এর আগে গত ২৬ আগস্ট কমিশন সভায় আরপিও সংশোধন চূড়ান্ত করার কথা থাকলেও বৈঠকটি মুলতবি করা হয়।


সোনালীনিউজ/ঢাকা/আকন