গিনেজ রেকর্ডের খাতায় ডিএসসিসি’র পরিচ্ছন্নতা অভিযান

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০১৮, ০৫:২৫ পিএম

ঢাকা: গিনেস বুক অব ওয়ার্ল্ডে স্থান পেয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আয়োজিত ‘ঢাকা পরিচ্ছন্নতা অভিযান’। একই ভেন্যুতে সব্বোর্চ সংখ্যক মানুষের অংশগ্রহণে প্রতীকী পরিচ্ছন্নতার অভিযানে গিনেজ রেকর্ড গড়ে ডিএসসিসি।

সোমবার (২৪ সেপ্টেম্বর) বিষয়টিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস।

এ ব্যাপারে ডিএসসিসি কর্তৃপক্ষের দাবি, ওই কর্মসূচিতে নিবন্ধিত ১৫ হাজার ৩১৩ জন নগরবাসী একযোগে ঝাড়ু দিয়েছিল। গিনেস রেকর্ডে তাদের মধ্যে ৭ হাজার ২১ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, যা এ পর্যন্ত বিশ্বের একক কোনো ভেনুতে সর্বোচ্চ সংখ্যক মানুষের একযোগে ঝাড়ু দেয়ার ঘটনা ঘটল।

গত ১৩ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে এই কর্মসূচি পালিত হয় ।

এর আগে পরিচ্ছন্নতা অভিযানে রেকর্ড ছিল ভারতের গুজরাটের। ২০১৭ সালের ২৮ মে ৫ হাজার ৫৮ জন কর্মী নিয়ে এক কিলোমিটার রাস্তা পরিষ্কার করে বদোধারা শহরের মিউনিসিপ্যাল করপোরেশন। পরবর্তীতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের অংশ হয় গুজরাটের এই মিউনিসিপ্যাল করপোরেশন।

উল্লেখ্য, ডিসিসি ছাড়াও গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের অংশ হয়েছে- রেকিট বেঙ্কাইজার, জিটিভি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), মাস্টহেড পিআর, কনটেন্ট ম্যাটারস, মেলোন্ডস ও এক্সপার্ট।

সোনালীনিউজ/এমএইচএম