দশম জাতীয় সংসদের শেষ অধিবেশন শুরু

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২১, ২০১৮, ০৫:২৯ পিএম

ঢাকা: শুরু হয়েছে দশম জাতীয় সংসদের ২৩তম অধিবেশন। ২০১৪ সালে জাতীয় নির্বাচনের পর গঠিত দশম জাতীয় সংসদের সবশেষ অধিবেশন এটি। সংক্ষিপ্ত এ অধিবেশন ২৫ অক্টোবর পর্যন্ত চলবে বলে সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটি।

রোববার (২১ অক্টোবর) বিকেল ৫টার দিকে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়।

সংসদের আইন শাখার সূত্র অনুযায়ী, এবারের অধিবেশনে বেশ কয়েকটি বিল পাস হতে পারে। সংবিধান অনুযায়ী, ৩০ অক্টোবরের পর থেকে চলতি সংসদের মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের কাউন্ট ডাউন শুরু হবে। নির্বাচনকালে সংসদ অধিবেশন আহ্বানের কোনো বাধ্যবাধকতা না থাকায় এবারের অধিবেশনই হবে সরকারের চলতি মেয়াদের শেষ অধিবেশন।


সোনালীনিউজ/ঢাকা/আকন