বগুড়ায় অপহৃত ছাত্র উদ্ধার, গ্রেপ্তার ৩

  • বগুড়া প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০১৯, ০৮:২৬ পিএম
ছবি : সোনালীনিউজ

বগুড়া : বগুড়ায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এক ছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবি করার পর পুলিশ অভিযান চালিয়ে অপহৃত ছাত্রকে উদ্ধার করেছে। এ ছাড়া অপহরণের ঘটনায় জড়িত সন্দেহে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বগুড়া সদর থানার ওসি এস এম বদিউজ্জামান জানান, বগুড়ার কর্মাশিয়াল কলেজ বিআইআইটি’র (বাংলাদেশ ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) টেক্সটাইল বিভাগের ২য় বর্ষের ছাত্র মো. সাকিবুল ইসলাম শনিবার (২৬ জানুয়ারি) কলেজ থেকে বাড়ি ফেরার পথে বেলা দেড়টায় শহরের খান্দার এলাকা থেকে অপহরণ হয়।

পরে অপহরণকারীরা সাকিবুল ইসলামের বাবার মো. রফিকুল ইসলামের কাছে কাছে বিকাশের মাধ্যমে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ দেওয়া না হলে সাকিবুল ইসলামকে হত্যা করা হবে বলে জানানো হয়।

বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ অনুসন্ধান করে গত শনিবার রাতে শহরের খান্দার এলাকার একটি বাড়ি থেকে অপহৃত সাকিবুল ইসলামকে উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত মো. রেজাউল ইসলাম ওরফে রিয়াদ, মো. ওয়াহেদ ফারুকী ওরফে মেঘ, ও মো. সাজিবকে গ্রেপ্তার করে।

ওসি আরো জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর