রোহিঙ্গাদের ১ লাখ বোতল গ্যাস দেবে আইওএম

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০১৯, ১১:৫৬ এএম

ঢাকা : জ্বালানির কাজে সহযোগিতায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এক লাখ রোহিঙ্গা পরিবারকে বোতল গ্যাস সরবরাহ করবেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ এনামুর রহমান। তিনি বলেছেন, আইওএম নেতৃবৃন্দ রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে জাতিসংঘ এবং মিয়ানমার সরকারকে তাগিদ দিয়েছেন।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে এ সব তথ্য জানান তিনি।

এর আগে মন্ত্রণালয়ের নিজ কক্ষে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রী। বৈঠকের বিষয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সামনে ঝড়-বৃষ্টির মৌসুম। এসময় আমাদের দেশে সাইক্লোন হয়।

আইওএম প্রতিনিধিরা মূলতঃ এসেছিলেন এ সংক্রান্ত আলাপ-আলোচনা করতে। সাইক্লোন থেকে রক্ষা পেতে রোহিঙ্গাদের জন্য কতগুলো সাইক্লোন সেল্টার আছে, তা আরও বৃদ্ধি করা যায় কী না? আমরা তাদের জানিয়েছি, রোহিঙ্গাদের জন্য আমরা ৪২৩টি সাইক্লোন সেল্টার তৈরি করছি।

সোনালীনিউজ/এমটিআই